শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭

ওয়েব ডিজাইন শিখার জন্য বাংলা টিউটোরিয়াল

 ওয়েব ডিজাইন শিখার জন্য  বাংলা টিউটোরিয়াল (Bangla Tutorial for Learning Web Design)    ওয়েব ডিজাইন কি?      ওয়েব ডিজাই... thumbnail 1 summary

 ওয়েব ডিজাইন শিখার জন্য  বাংলা টিউটোরিয়াল

(Bangla Tutorial for Learning Web Design) 

 

ওয়েব ডিজাইন কি?

  
 
ওয়েব ডিজাইন (Web Design ) হচ্ছে একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে বা এর সাধারন রূপ কেমন হবে তা নির্ধারণ করা। ওয়েব ডিজাইনার হিসেবে আপনার কাজ হবে একটা পূর্ণাঙ্গ ওয়েব সাইটের টেম্পলেট বানানো। যেমনঃ এটার লেয়াউট কেমন হবে, হেডারে কোথায় মেনু থাকবে, সাইডবার হবে কিনা, ইমেজগুলো কিভাবে প্রদর্শন করবে ইত্যাদি।

 ওয়েবকোচবিডিতে ওয়েব ডিজাইনের  বর্ণনা দেওয়া আছে এভাবে "ওয়েব ডিজাইন হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য বাহ্যিক অবয়ব তৈরী করা। ওয়েব ডিজাইনারের মুল কাজ একটা সাইটের জন্য টেমপ্লেট বানানো, এখানে কোন এপ্লিকেশন থাকবেনা।যেমন লগিন সিস্টেম, নিউজলেটার সাইনআপ, পেজিনেশন, ফাইল আপলোড করে ডেটাবেসে সেভ করা, ইমেজ ম্যানিপুলেশন, যদি সাইটে বিজ্ঞাপন থাকে তাহলে প্রতিবার পেজ লোড হওয়ার সময় বিজ্ঞাপনের পরিবর্তন এগুলি এপ্লিকেশন, ওয়েব এপ্লিকেশন।এসব তৈরী করতে হয় প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দিয়ে। কোন প্রকার এপ্লিকেশন ছাড়া একটা সাইট তৈরী করা এটাই ওয়েব ডিজাইন, এধরনের ডিজাইনকে বলতে পারেন স্টাটিক ডিজাইন।ওয়েব ডিজাইনের জন্য এই ধারনাটি সাধারনত ব্যবহৃত হচ্ছে।"

  ওয়েব ডিজাইনার হতে হলে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এবং জেকুয়েরি জানতে হবে।  আপনাকে সিএসএস ফ্রেমওয়ার্ক (যেমনঃ টুইটার বুটস্ট্রাপ) শিখতে হবে এবং কিভাবে গুগল ব্যবহার করতে হয় তা জানতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি কিছু ওয়েবসাইটের লিংক এবং সাইট গুলো থেকে কি কি শিখতে পারবেন সংক্ষেপে লিখছি।

  নিম্নের ওয়েবসাইট গুলো থেকে ওয়েব ডিজাইন শিখুনঃ

Shikkhok.com

 

শিক্ষক ডট কম নামের ওয়েবসাইটি থেকে Web Design  ছাড়াও Web Development, Photoshop Graphics Design, WordPress,  PHP, MYSQL, R, C, C++ , Python, Java Programming, Android Apps, I-phone Apps Development, MatLab, CISCO CCNA, School & College Math, Science, English Vocabulary এবং  IELTS শিখতে পারেন। এখানে টেক্সট এবং ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে।




 Webcoachbd

 

 ওয়েবকোচবিডিতে   Web Design ছাড়াও Web Development, Photoshop,   PHP, MYSQL, CMS WordPress, Joomla এবং    Search Engine Optimatization (SEO) শিখতে পারেন।



 RRFoundation

আর আর ফাউন্ডেশন   Web Design  ছাড়াও Web Development, Graphics Design, Android Apps Development, CMS WordPress  এবং  WordPress  Theme Development  এর প্রচুর বাংলায় টিউটোরিয়াল  পাওয়া যায় । তাদের YouTube Channel

 

 Projuktiteam

 

 প্রযুক্তিটিমডটকম এ ওয়েব ডিজাইন (Web Design)  ছাড়াও ফটোশপ টিউটোরিয়াল, ইলাস্ট্রেটর টিউটোরিয়াল, লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন এবং প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং   টিউটোরিয়াল পাওয়া যায়  ।


Sattacademy

 

স্যাটএকাডেমী  এ ওয়েব ডিজাইন  ও ডেভেলপমেন্ট, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, সি, সি++, জাভা, পাইথন ইত্যাদি প্রোগ্রামিং  টিউটোরিয়াল পাওয়া যায়  ।


আরে কিছু ওয়েবসাইটে ও ইউটিউব লিংকঃ

 1. Training with live project

2.  গল্পে গল্পে কোডিং

3. SoftTech-IT

4. RRF

5. Freelancing Care

6. ITBari

7. Kamaruddin Bivob

8. ITBooth

9. SarosIT

10. Mamunur Rashid




 Google   সার্চ করলে আরো অনেক টিউটোরিয়াল পাওয়া যাবে। আশা করি এগুলো আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সাইটি ভিজিট করার জন্য।