মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬

Download WordPress E-Book free

 ওয়ার্ডপ্রেস শিখার জন্য ৩ টি ই-বুক বা পি ডি এফ ওয়ার্ডপ্রেস কি? এক কথায়, ওয়ার্ডপ্রেস হল একটি সিএমএস (CMS) বা কন্টেন্ট ম্যানেজম... thumbnail 1 summary


 ওয়ার্ডপ্রেস শিখার জন্য ৩ টি ই-বুক বা পি ডি এফ





ওয়ার্ডপ্রেস কি?
এক কথায়, ওয়ার্ডপ্রেস হল একটি সিএমএস (CMS) বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম।  বিশদভাবে বলতে গেলে, ওয়ার্ডপ্রেস হল পিএইচপি ও মাইএসকিউএল ভিত্তিক একটি বিশেষ অনলাইন টুল যার মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা যায়। উইকিপিডিয়ার ভাষ্য অনুসারে – ওয়ার্ডপ্রেস হল ফ্রী ও ওপেনসোর্স ব্লগিং টুল এবং একটি শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যা পিএইচপি এবং মাইএসকিউএল এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।ওয়ার্ডপ্রেস প্রথম পর্যায়ে একটি ফ্রি ব্লগিং প্লাটফর্ম ছিল যা পরবর্তীকালে একটি ইঞ্জিন তৈরি করে এবং বিনামূল্যে তা ডাউনলোড করে যেকোনো ব্লগারকে ব্যবহারের সুবিধা দিতে শুরু করে। ওয়ার্ডপ্রেস দ্বারা কোনো প্রকার পিএইচপি, মাইএসকিউএল বা এইচটিএমএল জ্ঞান ছাড়াই একটি প্রোফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করা সম্ভব। ম্যাট মুলেনওয়েগ ২০০৩ সালের ২৭শে মে এটি প্রাথমিকভাবে প্রকাশ করেন।


 ওয়ার্ডপ্রওয়র্ডপ্রেসের নির্মাতা : ম্যাট মুলেনওয়েগ

বর্তমানে বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় সিএমএস (CMS) বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এর মধ্যে ওয়ার্ডপ্রেস অন্যতম। ওয়ার্ডপ্রেসকে বলা হয় বর্তমান সময়ের সেরা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই সিএমএস ব্যবহার করে আপনি খুব সহজেই যেকোন কর্পোরেট ওয়েবসাইট কিংবা ব্লগ সাইট বানিয়ে ফেলতে পারেন, সময়ও লাগবে কম। ওয়ার্ডপ্রেসের থিম ডিরেক্টরিতে থাকা লক্ষ  লক্ষ থিম থেকে বেছে নিয়ে যেমন একটি ওয়েবসাইট তৈরি করা যায় তেমনি যেকোন থিমকে ইচ্ছামত ডিজাইনও করে নেয়া সম্ভব।
নিম্মে ৩ টি বিখ্যাত লেখকের ওয়ার্ডপ্রেসের ৩ টি ই-বুক বা পি ডি এফ  লিঙ্ক দেওয়া হলঃ
Download WordPress E-Book free  











Wordpress all in One



কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন