বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

সহজ পাসওয়ার্ড অনলাইনে নিরাপত্তার জন্য ঝুঁকি | Simple passwords are risk to online security

Simple passwords are risk to online security প্রতিদিন  অফিসিয়াল ডকুমেন্ট আদানপ্রদান থেকে শুরু করে ব্যক্তিগত ফাইলের ব্যাকআপ, চ্যাটিং, ব্যাংকি... thumbnail 1 summary

Simple passwords are risk to online security

প্রতিদিন  অফিসিয়াল ডকুমেন্ট আদানপ্রদান থেকে শুরু করে ব্যক্তিগত ফাইলের ব্যাকআপ, চ্যাটিং, ব্যাংকিং সবই বর্তমানে  অনলাইননির্ভর। তাই, আমাদের ব্যক্তিগত বা অফিসিয়াল ই - মেইল কিংবা ফেসবুক অ্যাকাউন্টসহ যেকোনো অনলাইন অ্যাকাউন্টের পাসওয়ার্ডও বুঝে-শুনে দিতে হবে।  আমাদের  অসতর্ক পাসওয়ার্ড যেকোনো সময় ঝুঁকি ডেকে আনতে পারে। 

বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলার সময় আমরা নিজেদের সুবিধার মত পাসওয়ার্ড দিয়ে থাকি যা  নিজেদের অ্যাকাউন্ট নিরাপদ  রাখার জন্য। বর্তমানে বেশিরভাগ জালিয়াতি লক্ষ্য করা যাচ্ছে এই সব  অ্যাকাউন্টগুলি নিয়ে। আমাদের দেওয়া খুব সাধারণ পাসওয়ার্ড খুব সহজেই হ্যাক করে প্রতারকরা  প্রতারণা চালিয়ে যাচ্ছে। আমাদের প্রতারণা থেকে নিরাপদ থাকার জন্য শক্ত পাসওয়ার্ড ব্যবহার এবং  তা মাঝে মাঝে পরিবর্তন করা 

                                                                

                                                                       দুর্বল পাসওয়ার্ড 

  নর্ডপাসের (NordPass)  এবং পাসওয়ার্ড ব্যবস্থাপনা প্রতিষ্ঠান স্প্ল্যাশডেটা  (Splashdata) সমীক্ষায় দেখা গেছে যে মানুষ পাসওয়ার্ড মনে রাখার সুবিধার জন্য এমন সহজ কিছু পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন, যেটি প্রতারকরা খুব সহজেই হ্যাক করতে পারে। সমীক্ষায় দেখা গেছে যে সবচেয়ে দুর্বল পাসওয়ার্ড হিসাবে যেটি সমীক্ষায় উঠে এসেছে।  সহজ  বা  বাজে পাসওয়ার্ডগুলোর একটি তালিকা ও  প্রকাশ করছে । এতে দেখা যায়, এখনও মানুষ  "123456", "password" বা  "qwerty"  শব্দগুলো পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করেন । বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে, অনলাইন নিরাপত্তায় এসব পাসওয়ার্ড বাদ দিয়ে মনগড়া শব্দ ও নম্বরের সমন্বয়ে পাসওয়ার্ড দেওয়ার জন্য  টেলিগ্রাফ এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে । সহজ পাসওয়ার্ড যে কত ঝুঁকি ডেকে আনতে পারে তার প্রমাণ  নানা অনলাইন অ্যাকাউন্ট হ্যাকিং। বিভিন্ন অনলাইন অ্যাকাউন্ট  হ্যাকিংথেকে বহু সেলিব্রিটি ও হাজার হাজার ব্যবহারকারীর অসংখ্য ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও বেহাত হয়ে গেছে। এসব ঝামেলা অনলাইন ব্যবহারকারীদের নানা সমস্যা সৃষ্টি করেছে।

 নর্ডপাসের (NordPass)  এবং পাসওয়ার্ড ব্যবস্থাপনা প্রতিষ্ঠান স্প্ল্যাশডেটা (Splash data) সমীক্ষায় দেখা গেছে  ২৫টি সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড হাইলাইট করেছে । আপনার পাসওয়ার্ড এ তালিকায় থাকলে এখনই পরিবর্তন করে নিন ।  যে সকল সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড রয়েছে  এই তালিকায় সেগুলো হল:

  1.  123456
  2.  Admin
  3.  admin123
  4. 1238456789
  5. 12345
  6.  password
  7. Aa123456
  8. 12345678901
  9. 111111
  10. 1234567
  11. 123123
  12. 12345678910
  13.  password123
  14.  000000
  15.  users
  16.  P@ssw0rd
  17.  654321
  18.  Qwerty
  19.  google
  20. football
  21. abc123
  22.  zxcvnm
  23. 123455
  24. Login
  25. welcome

                                                 
                                                       শক্তিশালী পাসওয়ার্ড এর  উদাহরণ


অনলাইন বা  সোশ্যাল মিডিয়ার থেকে নিজের অ্যাকাউন্টটিকে নিরাপদ বা  সুরক্ষিত রাখার জন্য কিছু নিয়ম কানুন  মেনে চলা উচিত। পাসওয়ার্ডটিতে কম করে ১৫ থেকে  ২০টি অক্ষর ব্যবহার করুন, পাসওয়ার্ডটিতে বড় হাতের এবং ছোট হাতের অক্ষর মিলিয়ে মিশিয়ে রাখুন, পাসওয়ার্ডটিতে সংখ্যা এবং বিশেষ চিহ্নগুলি ব্যবহার করুন (যেমনঃ @, !, $ ,{, [, <,  #, % , & *) ৷  আপনার পাসওয়ার্ডের নিরাপত্তা বজায় রাখতে অন্যদের   সঙ্গে আপনার পাসওয়ার্ড শেয়ার করা থেকে বিরত থাকুন। যত বিশ্বস্ত  হোক না কেন, পাসওয়ার্ডের বেলায় প্রিয় মানুষকেও ‘না’ বলতে শিখুন।

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন